Sunday, August 9, 2020

Pandemic chronicles - 8 August ' 20

 8 August

বর্ষার দিন |
একফালি বারান্দা , তাতে কিছু ছোটখাটো গাছ আর প্যাচপ্যাচে বৃষ্টির দিনে তার সাথে জুটেছে আরো দুটো ছাতা |
ঋতু রানী বর্ষা ! ছোটবেলায় অনেক রচনা লিখেছি | গ্রীষ্মপ্রধান দেশে এর কদর আলাদা | তবে এই বছর, কেমন অনাড়ম্বরভাবে সে এবার চলে এলো |
অগোছালো আকাশের দিকে তাকালে ভাবনার সূচক মাঝেমাঝেই নিচের দিকে নেমে যাচ্ছে | বিমান দুর্ঘটনায় আকস্মিক হারিয়ে যাওয়া কিছু মানুষ | যাদের আর বাড়ি ফেরা হলো না | আনাচে-কানাচে চিকিৎসা পরিষেবার বেনিয়ম | আর আছে কিছু চেনা খবর- শ্রীরামের নতুন বাড়ি, Corona ভয়াবহ থাবা আর এক রাজপুতের চলে যাওয়া, এই ত্রিভুজ খবরের মধ্যে ঘুরপাক খাওয়া|
না আরো আছে, যা ঠিক খবরে প্রকাশ পায় না |
কল্পনার মার রুটির দোকান টা প্রায় বন্ধ | শ্যামল আর রোজ মাছ নিয়ে বসে না, বড় পরিশ্রম, কম আয় | মাঝেমধ্যে লকডাউন এর দিনগুলোতে মিতালীর দোকানে ওর ফলগুলো পচে | বাড়ির সামনে চায়ের দোকান টা কদিন হলো বন্ধ | শুনেছি ভদ্রলোকের পা ভেঙেছে | ডাক্তার নেই দেখার | গৃহস্থালির কাজ কর্ম করতে আসে রিনা মাসি, তার ছেলে কারুর একটা গাড়ি চালাত | অনেকের মতো তারও মাইনে অর্ধেক হয়ে গেছে | বেসরকারি আইটি সংস্থায় ঝাড়পোঁছ করার কাজ করত বাপি | অনির্দিষ্টকালের জন্য এখন আর কাজটা নেই | পিংকির কাছে ফেসিয়াল করতে গেলে এক সপ্তাহ আগে বুকিং করতে হতো, তারও আজকাল হাত ফাঁকা |
নাম গুলো হয়তো আলাদা হবে, তবে এরকম হয়তো আপনিও কাউকে চেনেন |
এদের অনেকেই প্রশ্ন করেছে - "আচ্ছা আর কি করা যায় ?"
ওরা দিন আনি দিন খাই মডেলের এন্ত্রেপ্রেনিউর বটে | আমার থেকে শতগুণে চৌখস এবং মেহেনদি | সহানুভূতির হাত, সংবেদনশীল মন, ছাড়া আর কিছুই দিতে পারিনি | উত্তর না দিতে পারার একটা অদ্ভুত যন্ত্রণা থাকে |
দস্তুর মত মনের যত্ন নিতে হচ্ছে |
কেন পারছিনা উত্তর দিতে.. ক্ষমতার অভাব নাকি জ্ঞানের | তবে একটা উপলব্ধি আছে - ওরা সকলে সাহায্যের হাত নয়, রোজগারের পথ চায় | ঠিক যেমন চাই আপনি আর আমি !
ভাইরাল হয়ে যাওয়া কবিতা কিংবা গানের থেকে তুলেই বলি আপনি বা আমি কেউই সাতে-পাঁচে থাকি না | তবু আমি নিশ্চিত আপনার ও আমার মত মাঝে মাঝে এরকম কষ্ট হয় | এই দেখুন, লিখতে লিখতে কালো মেঘের ফাঁকে ফাঁকে কেমন উজ্জ্বল রোদ বেরিয়ে এসেছে |
নতুন ছাতা বাঁধতে হবে | কি হবে তার রং.. আজ তা জানা নেই.. তবে সে রঙিন হতে হবে, হতে হবে মজবুত | ছোট বড় মাঝারি | ঝড় জল রোদ.. সবটা সামলে দিতে পারবে এমনটা হওয়া চাই | ভাবনারও একটা ছোঁয়াচে প্রভাব থাকে | তাই লেখার ঝুড়ি থেকে আজ এই ভাইরাসটা নিক্ষেপ করলাম |
আসছে পুজোয় জামা নয়,
ওদের মানানসই একটা ছাতা চাই |
দেখুন না ওদের জন্য নতুন কিছু একটা পারেন কিনা |


Pandemic chronicles - 26 July ' 20

26 July

Heal and get well soon, one and all.

Quite a few members of my extended network are fighting tough battles as someone there in their family is a Covid19 warrior. Each experience leaves behind a lull moment. The latest blog of the greatest cine star of our times who himself is suffering, itself stands as a testimony to the pain. Both physical and mental. Common citizen is banking on 'luck' or 'fluke' more than ever. Still believe prayers does wonder and that is all we can offer with an open mind.

Care, Distance, Cure.. Does the pattern have a disorder.
Is the phrase "social distancing" - a juxtaposition?
Forget, hard questions. It is easy to stay put with daily chores.
There is enough.

Mundane is on the burner and rest in deep refrigerator.
Simple tasks call for so much planning these days.

Last evening the working mixer gave up after grinding for years. Today had to turn up in the local shop. Stepped out after a while to get it sorted. My market facing apparels are now hand-picked. They are the most ostracized ones. May be an unconscious bias I have to get over soon. Years back had brought a pair of sneakers in hope of joining my marathon runner friends which I never ran. In last few months they are now fit to run.

The worst feeling of a Sunday noon is the uneasiness of that undone bucket which is still half full. Go slow - had to whisper, in purpose. No point rushing. Let it be pending. Indulged in giving back the mind a baggage free me-time.

Played instrumental music of old Kishore songs and was lazily browsing the screens of my device that a new mixer and crusher popped up. oops..I searched for repair details in the morning; it is following me crazily. Before all types of fancy stuff fill-up I geared up to beat the intelligent artificial mind hiding in my own device.

I managed to run but stumbled on something new.. DIY. Heard this word first time. May be you know, but in case you are in the same boat thought of alerting you, as it is now going to be true..

DIY means 'Do-It-Yourself' and that is a serious upcoming industry. Something that will enable you to do every thing under the sun yourself. It was there in a small way (contributing to countries economy) but analysts can foresee post Covid19 era, this is going to be a big revolution. A fresh new world yet to opened up, you too may check out as researchers are on job with various point of views and indicating business trends. In this world sadly enough mind may not but money always matters.

Now have to really get ready, just sneakers would do. For my friends who follow Bengali in true sense have to do জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ...


Pandemic chronicles - 19 July '20

19 July

More than 120 days over.

Confinement is now a habit. After shocking electricity bill amounts pinging us (almost pricking us too) and the related conversations all around in my city, suddenly realized the peak summer days by calendar are over. The seasonal feeling was hijacked by the epic story of virus. Debates of all kinds small and big, tactical and strategic, human and not so human is ongoing. Vaccine, Immunity and unending dilemmas gripping mind.

Consciously read health and happiness posts and keep a tab on Radhika and Korno Sir (never mind if you don't know them.. they are script characters in love these days) to keep HQ high. Regularly check out delicious receipe posts from friends and their spouses. It is another story that my kitchen disaster continues. Today failed second time to make a Dosa. But my pursuit to be lively is full on. Evening spent some quality time watching Royal Bengal Rohashya. So much of green, the spice of mystery and touch of science .. felt detoxed. Yes it is long that I have seen the saloon rate card, met the smiling girl in the parlour who practiced spoken English with me while I relaxed. So had to find a better method to rejuvenate. Some thing beyond the silver, gold and pearl. It was a colour splash this evening.

Tomorrow is Monday.

No more blues.. As all seven days have levelled in the last few months. Still would like to call Monday a start of the week. Have to get going with an extra ounce of energy.

Long back had brought a pot in an office outreach event. Well it was auctioned. The first and last time I participated in such a price negotiation experience. It was more an ego game than cause, is what I realized after it was over. But with due love carried it all the way home from my office. Either side near and dear wondered why. Me too was not sure untill some days back.

It found a corner in my room and stood there since then. After lockdown became a serious reality started dusting it everyday as it is now my workspace energy spot. Yes, miss all those lovely women who would deck up well for office and the men who would peep in to greet or share a pie of their last week end in between the packed up meeting slots and decision makings.

The office staff who would offer a cup of tea before the most difficult calls of the week or the hilarious breaks with peers before some boring ones..

Now this pot holds them all for me. Yes the meetings continue. And I now know who has a growing kid at home and who has a super noisy mixy..

I appreciate noise more than colors these days.


Pandemic chronicles - 14 July ' 20

 14 July

Top of the house Mark's in newspaper lifted the mood a few inches. I don't know them but their accomplishments in difficult times is a hope for sure..Keep up as learning will not cease to end.. you love it or not...
Learning of recent times is ability to pick up and render proper medical care giving is a basic skill for everyone to handle most homes. It calls for structured training much beyond empathy and care which too are of paramount importance. It is as much important as understanding of what is false positive and false negative of any detection process. Yes, pathological detection is the process much in discussion today.Recall and Precision are hints to errors of machine learning..the way these words appear in prints these days for general consumption..in newsdailies one n all needs to have a clarity before opinion overcasts. An yes to err is just not human .. machines too go wrong and there is maths behind. And let machines' error not be business lever..let engineers and scientists fix them and we serve humanity with trust.
While machine learning has micro learning courses.. medical faternity should now start rolling out micro learning packs for general people as we need a different level of preparedness to combat the situation in hand..
A morning thought as the bud peeps out of the green..


Pandemic chronicles - 5 Jul ' 20

 5 July

বৃষ্টি ভেজা সকাল |
রবিবার দুপুরে ভরপুর খেয়ে, মনের জানলা খুলে দিলাম | ভাইরাস, তুমি চলো ডালে ডালে, আর আমরা চলি পাতায় পাতায় | ঠিক ধরেছেন সোশ্যাল ডিস্টেন্স যতই বাড়ছে, সোশ্যাল কানেকশান ততই বৃদ্ধি পাচ্ছে, অদ্ভুতভাবে রিলেটেড | ঠিক যেমন রবিবার দুপুর আর সিনেমা |
হইচইয়ে তানসেনের তানপুরা !
অনেক বছর এই তানসেন নামটা ছিল আমার ঠিকানার সাথে যুক্ত | তানসেনের নামে যে রাস্তা যেত, সেই রাস্তার সবচেয়ে কোনের বাড়িতে কেটেছে শৈশবের অনেকগুলো বছর | মোগল সম্রাট আকবরের নবরত্নর সাথে এভাবেই বড় হয়ে ওঠা | না, হারমোনিয়াম, তানপুরা কোনদিন কিছুই বাযায়নি | তবে ছোটবেলা থেকেই সিনেমা দেখার একটা আকর্ষণ ছিল |
পাড়ার মাঠে মেরাপ বেঁধে সিনেমা দেখানোর চল ছিল | চল ছিল যাত্রা ও থিয়েটার দেখার | একটানা 7 দিন সবকটা সিনেমা দেখলেই, হাতে যা পাওয়া যেত তার নাম ছিল সিজেন টিকিট | বাড়ির লোকেদের বিশেষ উদ্যোগ না থাকলেও ঠাকুরমা কিংবা মামার সাথে এহেন সিনেমা দেখতে গিয়েছি কয়েকবার | বেয়ারা আবদার মেটানোর জন্য বাড়িতে সব সময় কাউকে লাগে | সেই সময় সিজেন টিকিটের ছিল এক বিশাল কদর | নিজেকে সিনেমাপ্রেমী বলে অন্তত দাবি করা যেত !
টিজার বা ট্রিলার বলে তখন কিছু ছিল না | নতুন চলচ্চিত্রের পোস্টার ছাড়াও যেটা পাওয়া যেত, তার নাম হলো লিফলেট | নিস্তব্ধ দুপুরে চলচ্চিত্রের লিফলেট ছড়াতে ছড়াতে রিকশায় চেপে কেউ একজন এনাউন্সমেন্ট করতে করতে বেরিয়ে যেত | চাকরির শুরুতে অনেকে যখন জিজ্ঞেস করত – “তোমার হবি কি ?”, অনেকবার মনে হয়েছে বলি - ছোটবেলার ছুটে গিয়ে রাস্তা থেকে নতুন চলচ্চিত্রের লিফলেট কুড়োনো আমার খুব শখের জিনিস ছিল |
রান্নাঘরে জানলার তলায় একটা বিশাল বড় সিমেন্টের দেওয়াল ছিল | দেওয়ালটা ভর্তি ছিল আমার সেই কুড়িয়ে পাওয়া সব লিফলেটে | জিতেন্দ্রর হিম্মতওয়ালা থেকে মিঠুনের payar jhukta নেহি | সব ছিল এই গ্যালারিতে !
তানসেন নিজের নাম নিয়ে কালভার্টে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে রইল, আর আমি একটু একটু করে বড় হলাম | পড়াশোনার আবহাওয়া প্রবল হলো | সতীর্থদের ভালো লাগার সাথে এই ভালোলাগার কোথাও খুব একটা মিল পেলাম না | বাড়িতে চার চৌকো বাক্স ঢুকলো | প্রথমে সাদাকালো, তারপরে রঙিন | লিফলেটের গ্যালারি তখন অতীত |
তারপরে একদিন হলো বাড়িবদল !
নিজের ঘর ছাড়া, সবচেয়ে প্রিয় জায়গা ছিল ওই দেওয়ালটা | বেশ অনেকক্ষণ ধরে শেষবারের মতো দেওয়ালটা দেখেছিলাম | আজকের হইচইয়ের গ্যালারি থেকে কিছু কম ছিল না !
সে যাই হোক, সময় কেটেছে অনেক |
নতুন যুগের নতুন সিনেমা হল - হইচই | প্রিয়া থেকে আইনক্স হয়ে ..নেটফ্লিক্স. অ্যামাজন প্রাইম | তাদের আবার হাড্ডাহাড্ডি লড়াই | আপনি দেখান তো | আর ব্যাপারটা না জানলে জেনে নিন | লজ্জার কিছু নেই | এখন বাঁচতে গেলে, প্রতিদিনই নতুন কিছু শিখতে হবে |
আপনি যাকে বলেন অনলাইন, কর্পোরেট তাকে বলে ডিজিটাল | দিকে দিকে এখন খালি ডিজিটাল প্রজেক্ট | রেশন কার্ড থেকে রেক্রিয়েশন | এই নতুন সমীকরণে নিজেকে ফিট করাও কিন্তু একটা প্রজেক্ট |
ওহো, আপনি তো সবই জানেন মশাই | তবে যদি একই সোফার কোণে বসে বসে, সিনেমা দেখতে দেখতে একটু ক্লান্ত লাগে, তাহলে একটু অন্য কিছু চেষ্টা করতে পারেন | মেঝেতে বিছানো সুন্দর কার্পেট কিংবা খালি মেঝে যাই হোক একেবারে সোজাসুজি বসে পড়তে পারেন ! মেরাপ বাধা সিনেমা হলে, এহেন আয়োজনকে বলা হতো ফরাস !
ভাবা যায় স্কুল, কলেজ, ব্যাংক, বাজার, অফিস, বিনোদন, সবকিছুই প্রায় এনিটাইম অনিওয়্যার হয়ে যাচ্ছে | শুধু সেলুন টাই নিজেকে মেন্টেন করতে হচ্ছে ! চোখ কান খোলা রাখুন আর হাতের যত্ন নিন, কারণ ডিজিটালি অপারেশনাল থাকতে গেলে হাতের প্রিসিশন থাকাটা খুব প্রয়োজন |
চুপিচুপি বলে রাখি বাড়ির বাচ্চাদের ফলো করুন, দেখবেন অজান্তেই কেমন অনেক কিছু শিখে গেছেন | ওরাতো বাই বার্থ নেটিজেন, আমরা তো চেয়ে-চিনতে পেয়েছি | তবে লেখাপড়ার ফাঁকে, আজ আকাশের চাঁদটা দেখতে ভুলবেন না !
আজ গুরু পূর্ণিমা |


Pandemic chronicles - 23 Jun ' 20

 23 Jun

আজ রথযাত্রা |
"রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব–হাসে অন্তর্যামী"
স্কুল জীবনে এই লাইনগুলো নিয়ে অনেকবার ভাব সম্প্রসারণ লিখতে হয়েছে | কোনদিন 10 এ 5 এর বেশি পেয়েছি বলে মনে পড়ে না | তবে লাইন গুলো ভালো লেগেছিল বলে আজও মনে আছে | রথ বললে মেলার কথাই মনে পড়ে | না না, আজ মেলার গল্প করবো না, মেলা কাজ পড়ে আছে |
দুপুরের লাঞ্চের পরে আজ একটা গজা জুটেছে | রোজ রোজ এই খাবার, খাবার পরে ছুটে-ছুটে গিয়ে, বদ্ধ ঘরে কাজ করতে বড় ক্লান্ত লাগে | প্রতিবছর পাড়ার মন্দিরে যে রথ আসে, তার দড়িতে হাত দেবার সৌভাগ্য হয়, এবছর তাও হলো না | অগত্যা স্মৃতির ভাঁড়ারে টান পড়লো |
চাকরির প্রথম বছর | পার্কস্ট্রিট এর উপর অফিস | এ রকমই একটা রথের দিন ছিল | দুপুরের পর থেকে কারোরই আর কাজে কর্মে মন নেই দেখলাম | আমি বসতাম 8th ফ্লোরে | বলা যেতে পারে বসার জায়গা থেকে খুবই কম দূরত্বে ছিল বেশকিছু জানলা | সে জানলা দিয়ে উঁকি মারলে দেখা যেত সুদীর্ঘ পার্ক স্ট্রিটের রাস্তা |
সেদিনের একটা ছোট্ট ঘটনা আজও মনে আছে, কারণ সেদিন একটা নতুন জিনিস শিখে ছিলাম |
বিকেল তিনটের পর থেকে হঠাৎ দেখলাম জানালার পাশে জায়গা গুলো ধীরে ধীরে ভরে যাচ্ছে | অভিজ্ঞতা নেই তাই একটু সময় লাগলো ব্যাপারটা বুঝতে | প্রশ্নের চিহ্ন নিয়ে মাথায় বেশিক্ষণ ঘুরে বেড়াতে পারি না | একে তাকে জিজ্ঞেস করে বলা যেতে পারে এক প্রকার হল কালেকশনে যা বুঝলাম - এখান দিয়ে ইসকনের রথ যায় |
সে এক অভিজ্ঞতা |
রথ আসার তখনো অনেক সময় বাকি, আমার পাশে জানালাটায় আর তিল ধারণের জায়গা নেই | আমার যে কোন চান্স নেই সে আমি বুঝে গেলাম | বেশ মনমরা হয়ে কোন এক Power Plant কোম্পানির ড্রইং এর উপর মনোযোগ সহকারে রাবার স্ট্যাম্প লাগাতে লাগলাম | এই হাসবেন না কিন্তু, রাবার স্ট্যাম্প লাগানো কিন্তু কোনো সহজ কাজ নয় | এমন স্ট্যাম্প যেটা দেখবেন শুকনো খটখটে; তাতে দুই এক ফোটা জল দিলে কেমন ভাবে ব্যাপারটা যেন সজীব হয়ে ওঠে | পুরো ব্যাপারটা কিন্তু একদিনে জানা সম্ভবপর নয়, এর পিছনে কিন্তু একটা বেশ অনুশীলনী দরকার |
সেদিন আমার রথ দেখা হতোই না যদি না আমার উজ্জ্বল সহপাঠী সেদিন হেসে আমাকে জিজ্ঞেস করত - "কি করছিস রথ দেখবি না |" জানলার দিকে তাকিয়ে ইঙ্গিত করলাম আমার পক্ষে হবে না | কেমন বীরদর্পে আশ্বাসের সুরে আমাকে বলল - "আমার সাথে আয়" |
রথ দেখার লোভে চলে গেলাম | আমি যে ফ্লোরে বসতাম তার দুটো ফ্লোরো উপরে ছিল বিল্ডিং এর ছাদ | ছাদের দরজা টা যেন কেমন আলগাভাবে লাগানো ছিল, একটু ঠেলাঠেলি করতে খুলে গেল | মনে হল ও যেন কত বার এই ছাদে এসেছে |
দৃশ্যত বিশেষ কিছু ছিল না বলেই বোধহয় কেউ খুব একটা ছাদে আসতো না | কিছুক্ষণের মধ্যেই অনেক মানুষের ঢল নেমে এলো , রাস্তায় রথের চাকা ঘুরতে ঘুরতে এগিয়ে এল ঠিক অফিসের নিচে | রথে ধ্বজা উড়ে চলেছে আর তারই সঙ্গে কত মানুষ খোল করতাল বাজিয়ে হরিনাম করতে করতে এগিয়ে চলেছে | দুই বন্ধু জমিয়ে রথযাত্রা দেখলাম | রথ এগিয়ে গেছে চৌরঙ্গীর দিকে আমরাও সিঁড়ি ধরে নিচে নামছি |
বন্ধুর জন্য সেদিন রথ দেখাটা হল | ধন্যবাদ দেবো দেবো ভাবছি |
জিজ্ঞেস করলাম - "তুই কি মাঝে মাঝেই আসিস এই ছাদে?"
"অনেকদিন ধরে অফিসের ছাদটা দেখার খুব ইচ্ছে ছিল |"
"মানে, তুই ছাদ দেখতে উপরে এলি , রথ দেখতে নয় | "
"ঐ হল আর কি, রথ দেখা, কলা বেচা বলতে পারিস |”
"বলিস কি?"
"একেবারে একা একা অ্যাডভেঞ্চার করব তাই partner in crime করলাম তোকে | প্রতিবছর কি আর ছাদ থেকে রথ দেখার সুযোগ পাবি!"
কিছু মানুষ থাকে কিভাবে জানি সমস্যার ছিদ্র গুলোর মধ্যে দিয়ে সমাধানের দড়ি গুলো বেঁধে দিতে পারে | কথাটা আগে শুনেছিলাম সেদিন যেন হাতেনাতে টের পেলাম | ভাগ্যিস সেদিন জানলায় অতো ভিড় হয়েছিল, তাই ছাদের দরজাটা খোলা হল |
কিছু পুরনো স্মৃতি গজার থেকেও মিষ্টি লাগে |


Pandemic chronicles - 14 Jun ' 20

 14 Jun

অনেকদিন পরে কাগজওয়ালা এলো বাড়িতে |
সচরাচর বাড়িতে প্রায় কেউই আসে না আজকাল | বলা ভালো বাড়ির ডোরবেলটা বাজলে আজকাল আতংক লাগে| | নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি - হোয়াটসঅ্যাপ টেলিফোন ইমেইলের মাধ্যমে |
ঘরের এক কোণে বোঝাই হয়ে আছে অনেক খবরের কাগজ | প্রথমদিকে ভয় পেলেও ওই অভ্যাসটা ছাড়তে পারিনি| | সকালবেলা চায়ের সাথে ওইটুকুই তো আর পড়ে আছে | অনীহা সত্বেও দরজা খুলে দেখি, মুখে মাস্ক পড়ে পরিচিত মানুষটা দাঁড়িয়ে আছে ! সচরাচর ওর মুখে একটা সুন্দর হাসি থাকে, আজ আর সেটা দেখা হলো না |
হঠাৎ উঠে এসেছে দেখে মনে একটু খটকা লাগলো | বলা ভালো একটু দ্বন্দ্বেই পড়লাম | প্রথমে খানিকটা দোনামোনা করলাম, কাগজটা দেবো নাকি ওকে চলে যেতে বলব |
কেন জানিনা কড়া গলায় বললাম - "বাইরেই থাকো" |
কোন কথা না বলে, সে অক্ষরে অক্ষরে কথা গুলো পালন করল |
ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে রইলো |
অনেক কাগজ জমেছে তাই ছোটাছুটি করে ঘরের কোণে রাখা পুরনো বাসি খবরগুলো এনে ওর সামনে ফেললাম | আমাদের বাড়ির ওজন মাপার যন্ত্র টা অনেকেরই পছন্দ, ও ব্যতিক্রম নয় | ওর জন্য বরাবরই ওজন যন্ত্র আমরা আনি | প্রথমবার, আমরা চোখের আন্দাজেই ওজনটা মাপলাম | বলা যায় চোখের পলকে কাজটা আমরা সেরে ফেললাম; সেও বস্তা গুটিয়ে চলে গেল |
যাক বাবা বাঁচা গেল ! তবে ভাবনাটা সাময়িক, কারণ শোনা যাচ্ছে ভাইরাস রোবটের স্পিডে নানান গতিতে নানান ভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে |
সব প্যারামিটারে ভাইরাস বাবাজীবন বেশ তুখর !
অ্যাকুরেসি, প্রিসিশন, স্কেল, পেনিট্রেশন, কভারেজ, কোনকিছুই নজর এড়ায়নি | লক্ষণীয় জাতি, ধর্ম ,দেশ সব একসাথে ব্যাংক-অন লঞ্চ করেছে | যে স্কুলে পড়ে থাকুক না কেন, ট্রেনিং টা খাসা | না না ,তবু তোমাকে আমার একদম ভালো লাগে নি | আমার তো আর তোপসে নেই, তাই আপনাদেরই বলি - আর শান্তিতে থাকা যাচ্ছে না |
পুরনো খবরের বোঝা নিয়ে কাগজওয়ালা তো কত দূর চলে গেল | ঘরের কোন টা ফাঁকা হলো ঠিকই, কিন্তু মনের কোণে ধুলো জমেছে |
চলে যাবার পরে বেশ কিছুক্ষণ মনটা খুব খারাপ ছিল | এরকম তো করিনা , কেউ এলে তার সাথে দুটো কথা বলি | এরকম ভাবে পালিয়ে বেড়ানো একটা অসুখে দাঁড়িয়েছে |
আবার দরজা বন্ধ, আর কেউ আসেনা, আবার সেই দিন গোনার পালা |
ইস, ওকে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম ঈদের পরব কেমন কাটল ; এই সময় এলে অনেক ভালো গল্প করতো, সেসব আর করাই হলো না | সবই অধরা বিচিত্র প্রাণীটার জন্য | আমার কাউকে একটা চাই দোষ দেবার জন্য তাই তোকেই দিলাম |
পুঁজিপুথি আর ক'জনইবা থাকে,যাদের আছে তাদের নাম সকলেই জানে | আর যাদের নেই তাদেরতো ছিল শুধু এইটুকু সামাজিক সম্পর্কের সম্বল | তা তুই সেটাও কেড়ে নিলি.. Not done..
তবে একটা দৃষ্টিকোণ উপেক্ষা করতে পারছিনা | সে যাই বলুন, ভাইরাস বেশ রসিক বটে | মানুষের ভিতরের মুখোশ গুলো যেন কেমন জ্বলজ্বল করে ফুটে উঠছে | তাই দেশের মানুষও পারিজায়ী হয় , কে কাকে ত্রাণ সামগ্রী দিল সেটা ত্রাণের চেয়ে বড় হয় | মানুষের কান্না আর পলিটিক্যাল তরজা সমান্তরাল হয়ে ছুটে চলে |
চলতে চলতে একদিন পথ যাবে বেঁকে | সময়ের সাথে সাথে হয়তো তুইও যাবি কোথাও মিলিয়ে | আর যাই করিস ভালোমানুষিটা কেড়ে নিস না |
সকালে উঠিয়া আমি মনে মনে বলি ,
সারাদিন যেন আমি ভালো ভাবে চলি ||


Pandemic chronicles - 7 Jun ' 20

 

7 Jun

আজ হঠাৎ বৃষ্টি এলো !
ঘন কালো মেঘ করে বিদ্যুৎ চমকে প্রচন্ড জোরে বাজ পড়ে ঝমঝম করে বৃষ্টি হলো | ছোটাছুটি করে জানলাগুলো আবার বন্ধ করতে হলো | অনেক ঝড়-ঝাপটা গেছে কিনা, তাই জানলা থেকে নানান সাইজের দড়ি এখনো ঝুলছে |
হইহই করে বছরের অর্ধেকটা প্রায় কেটেই গেল | অনাগত আগন্তুক এলে মনে হয় কখন যাবে | চলে যাবার পরে মনে হয় এসেছিল তাই এত কিছু হল | Work from anywhere anytime, work life মিলেমিশে একাকার, ডিজিটাল গণসম্মিলন, গান-বাজনা , হাতের কাজ , রান্নার রেসিপি, বই লেখার টিপস কত কি হলো | কত পুরনো বন্ধু আদর করে খোঁজ নিল | পুরনো Album এর পাতা উল্টানো হলো |
দিনগুলো যেন গড়গড়িয়ে এগিয়ে গেল; মনে হল যেন কিছুই করা হলো না | ভাইরাস, লকডাউন , আমফান সাইক্লোন কত কি না ঘটে গেল | এখন আবার আনলক এর পালা | যারা প্রিয়জনদের হারিয়েছে তারা মনে জোর পাক, যারা গৃহ হারিয়েছে তারা মাথায় ছাদ ফিরে পাক | কাজ হারা মানুষ কাজ ফিরে পাক |
না, হাত ধরা মানা শুধু মনের সংযোগ-টা থাক | ধাপে ধাপে তালা গুলো এবার খুলবে; কিছু মানুষ বড় বেশি আহ্লাদে আটখানা |
একটা অনুরোধ রইলো, পথে-ঘাটে চলতে এমন মানুষ যদি দেখেন - যে কান থেকে মাস্কের ফিতেটা ঝুলিয়ে আরাম-সে গল্প করছে তাঁদের দিকে একটু বড় বড় চোখ পাকিয়ে বলবেন - Mask টা পড়ে নিন !
এ ব্যাপারে Suji পিসি আমার ইনস্পিরেশন |

Pandemic chronicles - 21 May ' 20

 21 May

All of us in the state of bengal more so in the south and east, seeing another morning - that is still looking grin, have to thank God. Yes good morning. Nature dusted and washed the city ruthlessly yesterday for little more than four hours. My city has seen it all last evening. The trees and the walls around had lend all arms...fought with the demon that ran pillar to post .. house to the hut...shook poor and wealthy.. sick and healthy.. The roads are water clogged .. trees uprooted, walls broken..There were terrible knocks on the doors and windows. Rain water creeped in the rooms. Many eyes were teary with fear last night..and the pain lingers today to see Krishnachura n Radhachura trees lost its branches. The pregant mango tree is in pain. The Neem has amputated arms.. Damage is too deep than what we can just see now..Some on the land and rest in the mind.
And today the recovery starts.. it's a new day. The Sun has come to visit us..may not be with best of its glory but it comes forth to show the creator is around. Scouting begins to list what is broken.. Am sure am fortunate but my state needs lot of care and love to heal.. Need to volunteer.. And we all need to join hands...
Have never experienced such a cool breeze this date of the year. Give me some sunshine... no we don't need rain for now.. Let the tears dry soon and smile restore.


Pandemic chronicles - 17 May ' 20

 17 May

Surprise Test.. Yes remember the first time you gave one; no preparation, sounded difficult, being pushed to the corner you did try till you ran out of ideas. That was may be an hour of ransacking your grey matter (I wish brain was colorful 🙂 ) . No one threw you out of the class but you did feel helpless for a while. No wonder, whether we scored or we didn't, that maiden-over taught us to accept that there will be such surprises and they will spring up awkwardly. There will always be a sense of fear and failure and a wish to overcome and succeed.

2020 is a year which gave world a surprise test.

Yes, and the whole world now knows how to react to such a test - one day at a time. We are still figuring out. Life didn't change just that the norms of life changed. Energy is constant. So when warmth of hands have to be a few feet away, power of word layered with tone of voice should be far more powerful. Being empathetic, inclusive, intuitive, crisp as a speaker, being attentive, engaging, mindful, creative as a listener is so important today. It should be a new dictionary altogether. Admit a difficult one. This surprise test is probing us to start a fresh outlook for communication.

Agreed, every day can't be a good one but every communication needs to be a cool one. Month of May always motivate me to think new..Language for future is top on mind...

For now trying to decipher the known voices behind the mask.. masky voice. 

Pandemic chronicles - 7 May ' 20

 

May 7

After a long day..looked at the sleeping neighborhood from my window. Personal tiredness is lying much behind the panic of rising scoreboard of virus attack..fellow countryperson in disaster in another city. We are dealing a serious unknown unknown timeframe. Unlocking SOP may not exist. Checks and Balances many be unknown for many units of work and life. Possibilities of mistakes are immense. Loads of pressure on leaders to take the right decision and huge responsibility on workforce to make it perfect. Ability to get better at noise isolation ..in difficult times being alert and carefull in our small actions ...paying care to safety and empathy are of great importance..to make a difference around us as we all have to travel unknown roads in work and life in days ahead!
Buddha Purnima r gol chand, .o-chena halka hawa .. r kobi r katha e aaj rath er songi.. 'ami poth bhola ek pothik esechi..'


Pandemic chronicles - 1 May ' 20

 

May 1

...roj koto ki ghote jaha taha –
emon ekno sotti hoy na aaha ?”
What if I could put on a raincoat press a button and fly up there in the air. Land up in my little nephew's place play bat n ball for a while..read Secret 7 together.. have one scoop of vanilla icecream from the same cup. solve some numerical patterns..mimic to be a master chef to cook great recipes..open up snake n ladder board just to stay hanging at 99 and finally settle to watch a pokemon movie.. yes, just waiting for that raincoat:) ..someday beyond the digital window we will play again.


Pandemic chronicles - 14 April ' 20

April 14

শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা |

সকাল দশটা | বারান্দা সাফাই করার কাজটা আজ আমার ছিল| মন দিয়ে কাজ করছি হঠাৎ কানে এলো "তিনটে পঞ্চাশ একটা কুঁড়ি:| হান্ডেট পার্সেন্ট কটন!!" | এক নতুন ফেরিওয়ালা | নিচে তাকাতেই চোখাচোখি হলো | জিজ্ঞেস করল "দিদি লাগবে | ঘাড় নেড়ে বললাম "আছে"| অনেকদিন পরে ফেরিওয়ালার গলা শুনে মন ভরে গেল | ওদের একটা সময় থাকে ওদের একটা সুর থাকে |

নানান রঙের রঙিন Mask হাতে ভদ্রলোক বেরিয়ে গেলেন|

নতুন বছরে সবার জীবনে আসুক কিছু নতুন সুর আর ছন্দ !

Pandemic chronicles - 3 April ' 20

   3rd April


As I wait for the lively world to embrace us once more random thoughts peeping in.
Nature says it is darkest before the dawn.The scoreboard is scary and facts behind is overloaded with pain, conflicts and agony. It is that part of the showtime when I feel like pressing a fast forward button to jump into future.It is a role shift all around. Household rules mostly reset. Ignoring biased ones as outliers. Medical practitioners in jumpsuits like astronauts caring for mankind in war footing. Players giving stadium to hospitals. Police singing on the streets to keep society alive. Many homes who live by the day have started cutting their meals. 2020 is testing the height of human adaptation. Many kind hands have come across but appears not enough. Beyond all colors most governing members must be having sleepless nights. Their worried faces on public forums reflect their mindshare. The small crazy creatures have shaken the planet and exposed the politics. Aah ha..I meant politics of my room. yes these days a bulbuli (a local bird) peeps in each morning to wake me up - not sure who gave so much courage. Nature was never so close to my room boundaries. Well definitions are changing..Our homes are the new address for School College and office.It can accommodate some more 🙂 Internet has replaced playground, tuition class, living room, cinema halls.Time will tell its stories. (Tune to Mahabharata in DD ..Time is a very important character..Mythology teaches us the value of time series better than anyone..We live in the era of prediction .. still we missed..)
For now idle mind is sitting on the empty bench thinking if home is where work is happening 'Home Work' will be a historic phrase soon.
Take this time as strategic break. Stay safe and be connected!
Image may contain: plant, tree, grass, outdoor and nature

Pandemic chronicles - 3 April ' 20

 


কোথাও আমার হারিয়ে যাওয়ার

নেই মানা মনে মনে
মেলে দিলেম গানের সুরের
এই ডানা মনে মনে ।।


Pandemic chronicles - 29 March' 20

March 29


Fresh bloom this summer..As main door is mostly closed verandha is the only choice to feel upbeat. Resetting ways of life is never easy. Inconvenience has become habit and perfecting each day. 3/4 of the world is water, now I know why 🙂 perfect design for unknown unknown. Jol e jeevan.. well #Zeebangla just next in queue. 


Sara din er kaj er seshe besh lagle Karna Sir aar Radhika ke dekhte..(in case you know who they are.) quarantine reliefs. Technology was running very fast than I thought was the need.. guess that too was a need. Let's start thinking what will be the most dramatic social change after we are done beating the unseen. I just hope we can once more hold on to each other’s hand someday. and for the rest let our imagination fly..it has to be much more intuitive than science fictions.. 


start thinking..