Sunday, August 9, 2020

Pandemic chronicles - 8 August ' 20

 8 August

বর্ষার দিন |
একফালি বারান্দা , তাতে কিছু ছোটখাটো গাছ আর প্যাচপ্যাচে বৃষ্টির দিনে তার সাথে জুটেছে আরো দুটো ছাতা |
ঋতু রানী বর্ষা ! ছোটবেলায় অনেক রচনা লিখেছি | গ্রীষ্মপ্রধান দেশে এর কদর আলাদা | তবে এই বছর, কেমন অনাড়ম্বরভাবে সে এবার চলে এলো |
অগোছালো আকাশের দিকে তাকালে ভাবনার সূচক মাঝেমাঝেই নিচের দিকে নেমে যাচ্ছে | বিমান দুর্ঘটনায় আকস্মিক হারিয়ে যাওয়া কিছু মানুষ | যাদের আর বাড়ি ফেরা হলো না | আনাচে-কানাচে চিকিৎসা পরিষেবার বেনিয়ম | আর আছে কিছু চেনা খবর- শ্রীরামের নতুন বাড়ি, Corona ভয়াবহ থাবা আর এক রাজপুতের চলে যাওয়া, এই ত্রিভুজ খবরের মধ্যে ঘুরপাক খাওয়া|
না আরো আছে, যা ঠিক খবরে প্রকাশ পায় না |
কল্পনার মার রুটির দোকান টা প্রায় বন্ধ | শ্যামল আর রোজ মাছ নিয়ে বসে না, বড় পরিশ্রম, কম আয় | মাঝেমধ্যে লকডাউন এর দিনগুলোতে মিতালীর দোকানে ওর ফলগুলো পচে | বাড়ির সামনে চায়ের দোকান টা কদিন হলো বন্ধ | শুনেছি ভদ্রলোকের পা ভেঙেছে | ডাক্তার নেই দেখার | গৃহস্থালির কাজ কর্ম করতে আসে রিনা মাসি, তার ছেলে কারুর একটা গাড়ি চালাত | অনেকের মতো তারও মাইনে অর্ধেক হয়ে গেছে | বেসরকারি আইটি সংস্থায় ঝাড়পোঁছ করার কাজ করত বাপি | অনির্দিষ্টকালের জন্য এখন আর কাজটা নেই | পিংকির কাছে ফেসিয়াল করতে গেলে এক সপ্তাহ আগে বুকিং করতে হতো, তারও আজকাল হাত ফাঁকা |
নাম গুলো হয়তো আলাদা হবে, তবে এরকম হয়তো আপনিও কাউকে চেনেন |
এদের অনেকেই প্রশ্ন করেছে - "আচ্ছা আর কি করা যায় ?"
ওরা দিন আনি দিন খাই মডেলের এন্ত্রেপ্রেনিউর বটে | আমার থেকে শতগুণে চৌখস এবং মেহেনদি | সহানুভূতির হাত, সংবেদনশীল মন, ছাড়া আর কিছুই দিতে পারিনি | উত্তর না দিতে পারার একটা অদ্ভুত যন্ত্রণা থাকে |
দস্তুর মত মনের যত্ন নিতে হচ্ছে |
কেন পারছিনা উত্তর দিতে.. ক্ষমতার অভাব নাকি জ্ঞানের | তবে একটা উপলব্ধি আছে - ওরা সকলে সাহায্যের হাত নয়, রোজগারের পথ চায় | ঠিক যেমন চাই আপনি আর আমি !
ভাইরাল হয়ে যাওয়া কবিতা কিংবা গানের থেকে তুলেই বলি আপনি বা আমি কেউই সাতে-পাঁচে থাকি না | তবু আমি নিশ্চিত আপনার ও আমার মত মাঝে মাঝে এরকম কষ্ট হয় | এই দেখুন, লিখতে লিখতে কালো মেঘের ফাঁকে ফাঁকে কেমন উজ্জ্বল রোদ বেরিয়ে এসেছে |
নতুন ছাতা বাঁধতে হবে | কি হবে তার রং.. আজ তা জানা নেই.. তবে সে রঙিন হতে হবে, হতে হবে মজবুত | ছোট বড় মাঝারি | ঝড় জল রোদ.. সবটা সামলে দিতে পারবে এমনটা হওয়া চাই | ভাবনারও একটা ছোঁয়াচে প্রভাব থাকে | তাই লেখার ঝুড়ি থেকে আজ এই ভাইরাসটা নিক্ষেপ করলাম |
আসছে পুজোয় জামা নয়,
ওদের মানানসই একটা ছাতা চাই |
দেখুন না ওদের জন্য নতুন কিছু একটা পারেন কিনা |


1 comment: