7 Jun
আজ হঠাৎ বৃষ্টি এলো !
ঘন কালো মেঘ করে বিদ্যুৎ চমকে প্রচন্ড জোরে বাজ পড়ে ঝমঝম করে বৃষ্টি হলো | ছোটাছুটি করে জানলাগুলো আবার বন্ধ করতে হলো | অনেক ঝড়-ঝাপটা গেছে কিনা, তাই জানলা থেকে নানান সাইজের দড়ি এখনো ঝুলছে |
হইহই করে বছরের অর্ধেকটা প্রায় কেটেই গেল | অনাগত আগন্তুক এলে মনে হয় কখন যাবে | চলে যাবার পরে মনে হয় এসেছিল তাই এত কিছু হল | Work from anywhere anytime, work life মিলেমিশে একাকার, ডিজিটাল গণসম্মিলন, গান-বাজনা , হাতের কাজ , রান্নার রেসিপি, বই লেখার টিপস কত কি হলো | কত পুরনো বন্ধু আদর করে খোঁজ নিল | পুরনো Album এর পাতা উল্টানো হলো |
দিনগুলো যেন গড়গড়িয়ে এগিয়ে গেল; মনে হল যেন কিছুই করা হলো না | ভাইরাস, লকডাউন , আমফান সাইক্লোন কত কি না ঘটে গেল | এখন আবার আনলক এর পালা | যারা প্রিয়জনদের হারিয়েছে তারা মনে জোর পাক, যারা গৃহ হারিয়েছে তারা মাথায় ছাদ ফিরে পাক | কাজ হারা মানুষ কাজ ফিরে পাক |
না, হাত ধরা মানা শুধু মনের সংযোগ-টা থাক | ধাপে ধাপে তালা গুলো এবার খুলবে; কিছু মানুষ বড় বেশি আহ্লাদে আটখানা |
একটা অনুরোধ রইলো, পথে-ঘাটে চলতে এমন মানুষ যদি দেখেন - যে কান থেকে মাস্কের ফিতেটা ঝুলিয়ে আরাম-সে গল্প করছে তাঁদের দিকে একটু বড় বড় চোখ পাকিয়ে বলবেন - Mask টা পড়ে নিন !
No comments:
Post a Comment